parbattanews

পানছড়িতে ফুল ভাসানোর উৎসব ও বৈসাবি র‌্যালি

BIJU PIC copy

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

জেলার পানছড়ি উপজেলায় ফুল বিঝু’র দিনে চেংগী নদীর রাবার ড্যাম এলাকায় ফুল ভাসানো উৎসবের মধ্য দিয়ে এক বর্ণ্যাঢ্য বৈ-সা-বি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সাত সকাল থেকেই এ উপলক্ষে উপজেলার অপরুপ সৌন্দর্যের স্থান শান্তিপুর রাবার ড্যাম এলাকা পরিনত হয় আবাল-বৃদ্ধ-বনিতার মিলন মেলায়।

সকাল ৮টায় চেংগী নদীর পানিতে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরের শুভ কামনায় নিজেদের মঙ্গল কামনা করে। পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক ও প্রাণের এবারের উৎসবটি হার মানিয়েছে বিগত দিনের উৎসব গুলিকে। চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতাল সম্প্রদায়ের বাহারী পোশাক, ঢাক-ঢোলের শব্দের তালে তালে নৃত্য, ব্যান্ড পার্টির সুরেলা গান আর মোবাইলের সেলফি তোলার প্রাণবন্ত মুহুর্তগুলো মুখরিত করে রেখেছিল রাবার ড্যাম ও তার আশ-পাশ এলাকা।

জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, ১নং লোগাং ইউপির সাবেক চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, বর্তমান চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ২নং চেংগী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা বর্তমান কালা চাদ চাকমা, ৩নং পানছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, ৪নং লতিবান ইউপির সাবেক চেয়ারম্যান শান্তি জীবন চাকমা, ৫নং উল্টাছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা বর্তমান বিজয় চাকমাসহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা মিলে এক সাথে চেংগী নদীতে ফুল ভাসিয়ে সূচনা পর্ব শুরু করে।

পরবর্তীতে এক বিশালাকার র‌্যালি পানছড়ির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সব মিলে এবারের ফুল বিঝু মাত করে দিয়েছে পুরো পানছড়িকে।

Exit mobile version