parbattanews

পানছড়িতে বর্ণিল আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। দিনটি উপলক্ষে নানান কর্মসূচী সাজিয়েছিল পানছড়ির বৌদ্ধ সম্প্রদায়। গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত (জন্ম, বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্বান) উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় আয়োজন হয় মঙ্গল শোভাযাত্রার।

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখা ও এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার (৪ মে) সকাল ৮টা থেকে বিশালাকার একটি শোভাযাত্রা বের হয়।

মির্জিবিল সংঘ মৈত্রী বৌদ্ধ বিহার এলাকা থেকে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যান্ড পার্টির বাজানো ঢাক আর ঢোলের সাথে শোভাযাত্রায় ছিল হাজারো মানুষের মিলনমেলা। তাই রাস্তার দু’পাশে দাড়িয়ে উপভোগের আনন্দে মেতেছিল উৎসুক দর্শনার্থী।

শোভাযাত্রায় অংশ নেয়াদের জন্য জলপান আর ঠান্ডা শরবতের আয়োজন করেছিল, কলাবাগানের মারমা সম্প্রদায়। প্রচন্ড গরমের মাঝে জলপান আর ঠান্ডা শরবতে চুমুক দিয়ে অনেকেই দিয়েছে স্বস্তির হাসি।

শোভাযাত্রা পরবর্তী ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়, সংঘ মৈত্রী বৌদ্ধ বিহারে।

এবারের এই দৃষ্টিনন্দন আয়োজনের পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন, যুগান্তর চাকমা আর সদস্য সচিব ছিলেন, পরিমল চাকমা (সুৎপল)।

এ সময় জানা যায়, এই দিনে বুদ্ধপূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেদ প্রার্থনাও করে থাকে।

নিউজটি ভিডিওতে দেখুন:

Exit mobile version