পানছড়িতে বালক ফুটবলে চ্যাম্পিয়ন পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়
পানছড়িতে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসার গ্রীস্মকালীন খেলাধুলা সম্পন্ন হয়েছে। ৯ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে উপজেলা পরিষদ মাঠে বালক ফুটবলের প্রাণবন্ত ফাইনালের মাধ্যমে এই খেলাধুলার সমাপ্তি ঘটে। এতে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আলাউদ্দিন শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশেকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. রইছ উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদেও হাতে পুরস্কার তুলে দেন।
৭’সেপ্টেম্বর থেকে আয়োজিত এবারের গ্রীস্মকালীন খেলায় কাবাডিতে বাজার উচ্চ বিদ্যালয়, বালিকা হ্যান্ডবলে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়, বালক হ্যান্ডবলে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ও বালিকা ফুটবলে নালকাটা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।