পানছড়িতে বিদ্যালয় ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ
পানছড়ির বিভিন্ন বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের এলজিএসপি-৩ এর বরাদ্দ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন।
সোমবার(৫ আগস্ট) বিকেল ৩টা থেকে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিতব্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
বিদ্যালয় শিক্ষক সবিতা চাকমার সঞ্চালনায় এ সময় বক্তব্য প্রদান করেন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন ও ইপসা’র প্রকল্প ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন।
প্রতি বছর এই ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে বলে জানান ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন। পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা এ সময় উপস্থিত থেকে তা গ্রহণ করেন এবং এই মহতি উদ্যেগের প্রশংসা করেন।