পানছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী

fec-image

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শনটিলা এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

পানছড়ি সাব জোনের সহযোগিতায় রবিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে দিনব্যাপী এই সেবা প্রদান করা হয়।

৩০ বীরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাহিম ইব্রাহিম ও পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইসরাত জাহান উপস্থিত থেকে এ চিকিৎসা সেবা প্রদান করেন।

যোগাযোগ ব্যবস্থার কারণে শনটিলা ও আশপাশ এলাকার জনগণ বরাবরই ছিল চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন ৩০ বীরের মাধ্যমে এ এলাকার বিভিন্ন সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবার পেয়েছে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ। এই সেবা পেয়ে উপস্থিত সকলের মুখেই হাসি ফুটেছে।

পানছড়ি সাব জোন অধিনায়ক মেজর জোবায়ের মাহমুদ উপস্থিত থেকে কোমলমতি শিশুদের হাতে চকলেট ও সিভিট তুলে দেন।

এই মহতী সেবা প্রদান করায় চিকিৎসা সেবা নিতে আসা সকলেই সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চিকিৎসা, পানছড়ি, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন