parbattanews

পানছড়িতে বিশ মাথার ফুলকপি

ছোট বড় মিলে প্রায় বিশের অধিক ফুল দেখা গেছে কপিটিতে

পানছড়িতে বিশ মাথার ফুলকপি দেখা গেছে এক কৃষকের জমিতে। তালুকদার পাড়ার কবির আহাম্মদের ছেলে আমিনুল হকের জমিনে এই কপিটি এক নজর দেখার জন্য ছুটে আসছে অনেকেই। সরেজমিনে পানছড়ি বিজিবির ক্যাম্প এলাকার পাশ দিয়ে বয়ে চলা অক্ষয় মেম্বার পাড়া সড়কের পাশের জমিতেই দেখা মিলে বিশ মাথার কপিটি।

ছোট বড় মিলে প্রায় বিশের অধিক ফুল দেখা গেছে কপিটিতে। খবর পেয়ে ছুটে আসে উপজেলা কৃষি অফিসার মো: আলাউদ্দিন শেখ।

তিনি জানান, তিন মাথা, চার মাথার কপি দেখেছে কিন্তু বিশ মাথার কপি এই প্রথম দেখা। ওক্সিন হরমোনের প্রভাবে এমনটি হতে পারে বলে তিনি ধারনা করছেন। কৃষক আমিনুল জানায়, ষাট শতক জমিতে কপি চাষ করেছে যার মাঝে বিশ মাথা ও ছয় মাথার দুটি কপি নজরে পড়ে। দীর্ঘ বছর চাষাবাদ করলেও এমন বিরল কপি আগে কখনো দেখেনি বলে সে জানায়।

Exit mobile version