পানছড়িতে বৌদ্ধ ভিক্ষুর জুম ক্ষেতে ধান কাটা উদযাপন

fec-image

ঐতিহ্যবাহী পাহাড়ি পোশাকে পানছড়ির জোতির্ময় কার্বারী পাড়া (তালতলা) আর্যমিত্র বৌদ্ধ বিহার এলাকার জুম ক্ষেতে ধান কাটার এক দৃষ্টিনন্দন উৎসব হয়েছে।

চাকমা, মারমা ও ত্রিপুরাদের নিজস্ব পোশাকে ধান কাটার দৃশ্য উপভোগে ছুটে আসে আবাল-বৃদ্ধ-বনিতারা। আর এই উৎসবে অতিথি হয়ে ছুটে আসেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা ও শতরূপা চাকমা। এই প্রাণবন্ত উৎসবটির আয়োজক ছিলেন বিহারাধ্যক্ষ ভদন্ত সুদর্শী ভিক্ষু।

সরেজমিনে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে কাস্তে হাতে ধান কেটে পিঠে ঝুলানো হাল্লোংয়ে ধান ভরাচ্ছে পাহাড়ি তরুনীরা। ১’সেপ্টেম্বর সোমবার দুপুরে ধান কাটা শেষে বক্তব্য প্রদান করেন জেলা পরিষদ সদস্যরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে মন্দির, মসজিদ, বিহার, গীর্জা ও বাড়ি ঘরের পাশে পরিত্যক্ত জায়গা খালি না রেখে বাগান করার আহ্বান জানান বিহারাধ্যক্ষ ভদন্ত সুদর্শী ভিক্ষু।

তিনি আর্যমিত্র বৌদ্ধ বিহার এলাকা এলাকা সাজিয়ছেন জুম ধানের পাশাপাশি, আনারস, পেঁপে ও নানান জাতের আমসহ ফুল দিয়ে। অতিথিরা তার সৃজনশীল কর্মকাণ্ডের ভুয়শী প্রশংসা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উদযাপন, জুম ক্ষেতে, ধান কাটা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন