পানছড়িতে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু


পানছড়িতে শুরু হয়েছে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো। রবিবার (৪ অক্টোবর) সকাল দশটায় এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।
জানা যায়, নির্ধারিত কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে ৬- ১১ মাস বয়সী ১৩০৩ ও ১২-৫৯ মাস বয়সী ৭৩৮১ জন শিশুকে নীল ও লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
রবিবার থেকে শুরু হয়ে এ ক্যাম্পেইন ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা।
ঘটনাপ্রবাহ: পানছড়ি, ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল
Facebook Comment