পানছড়িতে মাধ্যমিক সহকারী শিক্ষকদের স্মারকলিপি প্রদান
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বেসরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক-কর্মচারীরা স্মারকলিপি প্রদান করেছে।
সরকারি নিয়মে বাড়িভাড়া দেয়ার দাবীতে ৬ অক্টোবর (বুধবার) সকাল দশটায় এ স্মারকলিপি প্রদান করা হয়।
খাগড়াছড়ি বেসরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির পানছড়ি উপজেলা শাখার সভাপতি অনুপ দত্ত তালুকদারের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের হাতে স্মারকলিপি তুলে দেয়া হয়।
সরকারের দেয়া এক হাজার টাকায় বাড়িভাড়া কোনভাবেই সম্ভব নয় বলে তাদের দাবি। তাছাড়া বাড়িভাড়ার টাকায় সংকুলান না হওয়ায় মুল বেতনের টাকা থেকেই সব কিছু করতে গিয়ে অত্যন্ত কঠিন অবস্থায় পড়তে হয় বলে জানান। তাদের দুঃখ দুর্দশা লাঘবে সরকারের সু-দৃষ্টি চায়।
ঘটনাপ্রবাহ: পানছড়িতে, শিক্ষকদের, স্মারকলিপি
Facebook Comment