পানছড়িতে মাসব্যাপী ফুটবল ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণ
খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত পানছড়ি উপজেলা পরিষদ মাঠে মাসব্যাপী ফুটবল ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণ আজ শেষ হয়েছে।
অনুর্ধ্ব ১৬ বছর বয়সী বিদ্যালয় ছাত্রদের নিয়ে এই ক্যাম্পের সমাপনীতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা ও পানছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শাহজাহান কবির সাজু।
২৪ ডিসেম্বর সকাল দশ’টা থেকে পানছড়ি উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা ক্ষুদে খেলোয়াড়দের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন। উক্ত ক্যাম্পে ত্রিশ জন ক্ষুদে ফুটবলারকে বেসিক সম্পর্কে ধারনা প্রদান করা হয়।
ঘটনাপ্রবাহ: পানছড়িতে, ফুটবল
Facebook Comment