পানছড়িতে মুরগীর ছানার চারটি পা
জেলার পানছড়িতে ডিম থেকে সদ্য ফোটা একটি মুরগীর ছানার রয়েছে চারটি পা। চার পা দিয়ে সে মায়ের সাথে দৌড়ে বেড়াচ্ছে আঙিনার এপার থেকে ওপার। লোকমুখে জানাজানি হলে এই আজব মুরগীর ছানাটি দেখার জন্য গত দু’দিন ধরে ছুটে আসছে দর্শনার্থীরা।
খবর পেয়ে সরেজমিনে উপজেলার ইসলামপুর গ্রামের দেলোয়ারের বাড়িতে গিয়ে দেখা মেলে মুরগীর ছানাটির। এ ব্যাপারে জানতে চাইলে দেলোয়ার রং মালার সাথে কথা বলতে বলেন।
জানা যায়, দেলোয়ারের সহধর্মিনীর নাম সালমা হলেও সে রং মালা নামেই পরিচিত। রং মালা জানায়, মুরগীটি ১০টি ডিম নিয়ে তা বসলে গত শনিবার ডিম থেকে ৭টি ছানা ফোটে। প্রথম দু’দিন কিছুই বুুঝিনি। হঠাৎ দুদিন পরে নজড়ে পড়ে ছানাটির চারটি পা। অন্য ছানাগুলোর চেয়ে তার চলার গতি অনেক দ্রুত। তবে ঠোঁটটার অনেকাংশ বাঁকা। এটি সুস্থভাবে চলাফেরা করছে বলেও জানান।