পানছড়িতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

fec-image

পানছড়ি বাজার হইতে অক্ষয় মেম্বার পাড়া হয়ে নাপিতা পাড়া-সুপারি বাগান সড়কটি খুবই ব্যস্ততম সড়ক। বিশেষ করে এলাকাগুলো পানছড়ির শস্য ভান্ডার হিসেবে খ্যাত। অক্ষয় মেম্বার পাড়া পার হয়ে নাপিতা পাড়া-সুপারি বাগান সড়ক বেয়ে বর্ষা মৌসুমে চলাচল কষ্টদায়ক। কোমর সমান কাঁদামাটির রাস্তা পায়ে হেঁটে কোনরকম চলতে হতো পথচারীদের। জন চলাচলের সুবিধার্থে চলছে ইট সলিংয়ের কাজ। কিন্তু কর্মস্থলে নেই কোন তদারকি কর্মকর্তা। শ্রমিকরা কাজ করছে নিজেদের ইচ্ছামতভাবে। তারা কেউ জানেনা কোন সংস্থার কাজ। পানছড়ি এলজিইডি, প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর, উন্নয়ন বোর্ড কেউই জানেনা এই কাজ কারা করছে।

সরেজমিনে দেখা যায়, ইট সলিংয়ের নিচেও দিচ্ছে মাটি উপরেও দিচ্ছে মাটি। শ্রমিকদের দাবি কাজ হচ্ছে শতভাগ খাঁটি। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর বারটায় দেখা যায় সলিংয়ের উপর মাটি মেরে কাজ সমাপ্তির পথে। কিন্তু ২১ এপ্রিল সকাল ১১টায় গিয়ে দেখা ভিন্ন চিত্র। ইটের উপর দেয়া মাটির কোন অস্তিত্ব নেই। লাল রংয়ের ইট সলিংয়ের সাইডে ধরেছে ভাঙ্গন। সলিংয়ের ফাঁকে ফাঁকে রয়েছে বিশালাকার ফাঁক।

এক পথচারী মজা করে বলছ , “উপরেও মাটি নিচেও মাটি, কাজ নাকি শতভাগ খাঁটি”।

এলাকার কার্বারী শান্তিময় চাকমা, মাহেন্দ্র চালক সিমটন চাকমা জানায়, বালির পরিবর্তে মাটি দিয়েই কাজটা করা হয়েছে। যার ফলে একদিনের বৃষ্টিতে সড়কের বেহাল দশা। কাজের মান গুনগত না হলে ঠিকাদারের বিরুদ্ধে বিহীত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অনিয়ম, অভিযোগ, পানছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন