parbattanews

পানছড়িতে শনিবার ডিজিটাল মেলা

পানছড়ি প্রতিনিধি:
তথ্য ও প্রযুক্তির সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে পানছড়ি উপজেলা প্রশাসন উদ্যেগ নিয়েছে ডিজিটাল মেলার। শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে চলবে এই মেলা। তাই উপজেলা পরিষদ মাঠকে বিভিন্ন ব্যানার ও পেষ্টুন দিয়ে সাজানো হয়েছে এক অপরূপ সাজে। সর্বমোট পঁচিশটি স্টলে তথ্য প্রযুক্তির ধ্যান ধারনা বিষয়ক জিনিসপত্র শোভা পাবে এই মেলায়। তবে মেলা জমজমাট রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে বিদ্যুৎবিহীন নাগর দোলার। এই নাগরদোলা মেলায় শোভা বর্ধনের পাশাপাশি বিনোদন বিহীন পানছড়ি বাসীকে কিছুটা হলেও আনন্দের সাগরে ভাসাবেন বলে ধারনা করছেন অনেকেই। 

এ নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যেগে চলছে জোর প্রচারনা। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, ডিজিটাল মেলার জন্য উপজেলা প্রশাসন সব প্রস্তুতি গ্রহন করেছে। এখন শুধু উদ্বোদনের অপেক্ষায়। তাছাড়া ডিজিটাল মেলার পাশাপাশি গ্রামীন খেলাধুলার ছুড়ান্ত পর্বও উপজেলা মাঠে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

Exit mobile version