parbattanews

পানছড়িতে সহস্রাধিক শীতবস্ত্র নিয়ে মাঠে রাণী প্রভা ফাউন্ডেশন

পানছড়ির সকল সম্প্রদায়ের অসহায়, দুস্থ, গরীব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে রাণী প্রভা ফাউন্ডেশন। সহস্রাধিক শীতার্ত পরিবারের হাতে এই বস্ত্র তুলে দেয়া হচ্ছে বলে জানালেন ফাউন্ডেশন সভাপতি উত্তম দে।

পাহাড়ে এবারের হাড় কাঁপানো শীতে রাণী প্রভা ফাউন্ডেশনের শীতবস্ত্র পেয়ে শীতার্তদের মনে স্বস্তির হাসি।

জানা যায়, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম দে পানছড়ি বাজারস্থ মৃত দুলাল কান্তি দে’র সর্বকনিষ্ঠ সন্তান। সদ্য প্রয়াত তার মমতাময়ী মা রানী প্রভা দে’র স্মৃতি বুকে ধারণ করতেই ফাউন্ডেশনের নামকরণ করা হয় রাণী প্রভা ফাউন্ডেশন।

প্রতি বছর এর ধারাবাহিকতা বজায় রাখা হবে বলে জানান তিনি। এরি মাঝে উপজেলার বিভিন্ন এলাকায় তিন শতাধিক বস্ত্র বিতরণ হয়েছে এবং সহসাই সহস্রাধিক শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শেষ হবে।

৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন জানান, রাণী প্রভা ফাউন্ডেশন থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। শিল্পপতিদের এভাবে এগিয়ে এলে উপজেলার প্রতিটি শীতার্ত পরিবার আর হাড় কাঁপানো শীতে কষ্ট পাবে না। রাণী প্রভা ফাউন্ডেশকে পানছড়ির আইডল বলে উল্লেখ করেন তিনি।

Exit mobile version