parbattanews

পানছড়িতে স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে শুরু হওয়া ইপসা’র কার্যক্রমের সমাপ্তকরণ

পানছড়িতে ইপসা শো প্রকল্পের সমাপ্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

পানছড়িতে ইপসা শো প্রকল্পের সমাপ্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টা থেকে ৩নং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমার সভাপতিত্বে ও ইপসা শো প্রকল্পের পানছড়ি উপজেলা ব্যবস্থাপক জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সিভিল সার্জন মোঃ ইদ্রিস মিয়া।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, ইপসার নির্বাহী পরিচালক আরিফুর রহমান, ইপসা’র পরিচালক মনজুর মোরশেদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সনজীব ত্রিপুরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ ময় চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চান চাকমা, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, ১নং লোগাং ইউপির প্যানেল চেয়ারম্যান জাপান চাকমা, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা প্রমূখ।

সভায় উপজেলার সাংবাদিক, হেডম্যান, কাবার্রী, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইপসা’ র শো প্রকল্পটি ২০১৬ সালের এপ্রিল থেকে পানছড়ির দুর্গম প্রত্যন্ত অঞ্চলে ৫টি ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে কাজ শুরু করে। স্বাস্থ্যসেবার মান ব্যাপক বৃদ্ধি করে চলতি বছরের নভেম্বরে এ কার্যক্রম সমাপ্ত করে।

Exit mobile version