পানছড়িতে ১০টি বাড়ি লকডাউন
উপজেলার ৩নং পানছড়ি ইউপির কলোনীপাড়ায় ৮টি ও মোহাম্মদপুর গ্রামের ২টি সহ মোট ১০টি বাড়ি লক ডাউন করা হয়েছে।
কলোনী পাড়ার বাড়িগুলো পানছড়ির করোনা পজেটিভ আসা ব্যক্তির আশে-পাশের এলাকা ও মোহাম্মদপুর এলাকার বাড়িগুলো একজন করোনা শনাক্ত ব্যক্তিসহ একই সিএনজিতে ছিল।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা জানান, ১৩ মে চট্টগ্রাম থেকে ফেরা কলোনীপাড়া এলাকার ব্যক্তির নমুনা ১৪ মে সংগ্রহ করা হয়। যার ফলাফল ১৮ মে রাতে আসে পজেটিভ।
ফলে ১৯ মে মঙ্গলবার লক ডাউন করা হয়েছে। তাকে নিজ বাড়ির আইসোলেশনে রাখা হয়েছে এবং সুস্থ রয়েছে। তার নমুনা ২য় বার ও তার আশ-পাশের বাড়িগুলোতেও নমুনা সংগ্রহ করা হবে। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তাকে এ সময় সার্বিক সহযোগিতা দেন পানছড়ি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান রায়হান আহমেদ এবং উপজেলা আনসার ও ভিডিপি সদস্যরা।