parbattanews

পানছড়ির কৃষকের মুখে হাসি ফোটালো সেনাবাহিনী

করোনায় বিপাকে পড়া পানছড়ির প্রান্তিক সবজি চাষীদের মুখে হাসি ফুটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জমিনে বসেই নায্যমূল্যে নানান সবজি বিক্রি করে লাভবানের কথা জানালেন স্থানীয় কৃষক কুদ্দুস, আজিজ, ধনেন্দু চাকমাসহ কয়েক কৃষক।

কৃষকেরা স্বস্তির হাসি দিয়ে জানালেন, জমিনের সবজি জমিনেই নষ্ট হওয়ার মতো অবস্থা হয়েছিল। হতাশার মাঝে সেনাবাহিনী আমাদের মনে আশার আলো জাগিয়ে দিয়েছে। বাজারজাত করতে পরিবহন খরচ ও বাজার টোল আছে কিন্তু সেনাবাহিনী জমিনে এসে নেয়ার ফলে তা কিছুই লাগেনি। যেখানে লোকসানের হিসেব নিকেশ শুরু হয়েছিল সেখানে ভালো দাম দিয়ে নিচ্ছে বলে জানায়।

জানা যায়, অসহায় মানুষের সহায়তায় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’ও নির্দেশনায়, খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্বাবধানে ও খাগড়াছড়ি সদর জোনের ব্যবস্থাপনায় এক মিনিটের বাজারের জন্য পানছড়ির কৃষক থেকে সবজি ক্রয় করা হয়।

বুধবার (২০ মে) সকালে পানছড়ির সূতকর্ম্মা পাড়া থেকে সবজি ক্রয় করা হয় এবং তা অব্যাহত থাকবে বলে জানা যায়। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মো. আহসান হাবীব ও ক্যাপ্টেন সাফিন আল সাদি পলক ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আরিফুর রহমান।

Exit mobile version