parbattanews

পানছড়ির খোলা বাজারে কচ্ছপের মাংস বিক্রি

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

খাগড়াছড়ি জেলার পানছড়িতে রবিবার হাটবারে সকল সম্প্রদায়ের মিলনমেলায় কিছু অসাধু ব্যবসায়ী খোলা বাজারে বিক্রি করছে কচ্ছপের মাংস। যার প্রতি কেজি ছয়শত টাকা। বিশেষ করে পেটে ডিমসহ মা কচ্ছপ নিধনের ফলে এ প্রাণীটি বিলুপ্ত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ফলে বাঁশের বংশ নিধনের পাশাপাশি বিলুপ্ত হতে চলেছে কচ্ছপের বংশ। যা ভবিষ্যতে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়তে পারে।

সচেতনতার অভাবে এসব হচ্ছে বলে জানালেন পানছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. জহুরুল ইসলাম। তিনি জানান, বিভিন্ন সভা-সেমিনারে কচ্ছপের মাংস বিক্রি বা নিধনের উপর নিষেধাজ্ঞা জারী করা হবে। তাছাড়া বিভিন্ন হাট-বাজারেও ঢোল পিটিয়ে এসব তথ্য পৌঁছে দেয়া হবে।

খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাণী বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সীমা তালুকদার জানান, কচ্ছপ একটি নিরীহ প্রাণী। এটি সামুদ্রিক ও মিঠা পানির হলেও ডিম প্রজননের সময় স্থলে চলে আসে। এটি নিধন বা খোলা বাজারে মাংস বিক্রি অপরাধ। অপরাধী বনজ প্রাণী ধ্বংস আইনের আওতায় পড়ে।

বিলুপ্ত হতে চলা এই প্রাণীটাকে রক্ষা করার জন্য সমাজের সকল সচেতন নাগরিকদের এগিয়ে আসা দরকার বলে তিনি মনে করেন।

Exit mobile version