parbattanews

পানছড়ির গায়েবী মাজারে অস্ত্র মামলার ১৮ বছরের পুরাতন আসামী আটক

নিজস্ব সংবাদদাতা, পানছড়ি:

জেলার পানছড়ি উপজেলার দক্ষিণ উল্টাছড়ির গায়েবী মাজার থেকে ছদ্মবেশে থাকা রফিকুল ইসলাম (৪০) নামের অস্ত্র মামলার এক আসামীকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। সে উপজেলার মুসলিমনগর গ্রামের মো: মনির হোসেনের ছেলে। দীর্ঘ ১৮ বছর ছদ্মবেশে থাকার পর ১৬ মে বুধবার রাত ১০টার দিকে পুলিশের বিশেষ অভিযানে আটক হয়।

জানা যায়, আসামী রফিকুল দীর্ঘ বছর আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশে দরবেশ, সাধুবাবা সেজে দেশের বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়াত। কিছুদিন ধরে সে উল্টাছড়ি গায়েবী মাজারে আশ্রয় নেয়।

পানছড়ি থানা অফিসার ইনাচার্জ মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গায়েবী মাজারে একজন অস্ত্র মামলার আসামীর অবস্থান জেনে এসআই কামাল উদ্দিন, মহিউদ্দিন, এএসআই ওয়াসিম, আবদুল কাদেরসহ সংগীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযানে বের হয়ে ছদ্মবেশে থাকা রফিকুলকে আটক করতে সক্ষম হয়। সে ১৯৯৭ সালের খাগড়াছড়ি সদর থানার অস্ত্র আইনের ১৯ (চ) ধারার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

Exit mobile version