পানছড়ির চেংগী নদীতে মাছ ধরার মহোৎসব

fec-image

পানছড়ির বুক চিরে বয়ে চলা চেংগী নদীতে চলছে মাছ ধরার মহোৎসব।

শনিবার (১৩ মে) সকাল থেকেই মাছ ধরতে ছুটে আসে শত শত নারী, পুরুষ ও শিশুরা। মাছ ধরার দৃশ্য উপভোগেও ছুটে আসে শত শত দর্শনার্থী।

সরেজমিনে এমনিই দৃশ্যের দেখা মিলে উপজেলার শান্তিপুর, লতিবান, মানিক্যাপাড়া, মোল্লাপাড়া ও মুসলিমপাড়া হয়ে মোহাম্মদপুর এলাকা পর্যন্ত।

বেড় জাল, ঝাকি জালসহ মাছ ধরার বিভিন্ন জাল নিয়ে সকলেই ব্যস্ত মাছ ধরার কাজে। বড় মাছ ধরা পরলেই শুনা যায় সজোরে চিৎকার। কার্পু, তেলাপিয়া, রুই, মৃগেল জাতীয় মাছের পাশাপাশি ছোট মাছও ধরা পড়ছে প্রচুর পরিমাণে।

জানা যায়, পানছড়ির অপরূপ সৌন্দর্যের রাবার ড্যামের বাঁধ ছেড়ে দেয়া হয়েছে। তাই পানি কমে যাওয়াতে বিভিন্ন এলাকার লোকজন এসে সাত সকাল থেকেই মাছ ধরা শুরু করেছে। সকলেই কম-বেশি মাছ পাচ্ছে বলে জানালেন অনেকেই।

পানছড়ি রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি দেবাশীষ চাকমা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে ড্যামের পানি ছেড়ে দেয়া হয়। এবারও পানি ছাড়ার সময় প্রায় কাছাকাছি। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে জোয়ারে হয়তো ড্যামের ক্ষতি হতে পারে তাই নির্দিষ্ট সময়ের কয়েকদিন আগেই পানি ছেড়ে দেয়া হয়েছে। অনুকুল আবহাওয়া আর হাটুজলে শত শত লোক একসাথে মাছ ধরছে এমন দৃশ্য দেখতে ভালোই লাগছে বলে তিনি জানান।

তবে মাছ ধরতে আসা অনেকেই জানান, প্রতি বছর মৎস্য অধিদপ্তরের মাধ্যমে যদি চেংগী নদীতে মাছের পোনা ছাড়া হয় তাহলে সকল সম্প্রদায়ের মিলনের মাছ ধরার মহোৎসবটি আরো জমে উঠত। এ ব্যাপারে প্রশাসনের সু-নজর কামনা করছে সবাই।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন