parbattanews

পানছড়ির চেংগী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ পিলার নতুনভাবে স্থাপন

পার্বত্য নিউজে প্রকাশিত সংবাদে ঝুকিপূর্ণ পিলার সম্পুর্ন নতুনভাবে স্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার (২৩’মে) তারিখে প্রকাশিত “ঝুকিপূর্ণ পিলারে দাড়িয়ে আছে পানছড়ির চেংগী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়” খবরটি দৃষ্টি গোচর হয় পানছড়ির ঠিকাদার উত্তম দেবের। এই খবরে তিনি কলেজের অধ্যক্ষ কিরন চাকমার সাথে যোগাযোগ করে নিজস্ব অর্থায়নে নতুন পিলার ও পতাকা স্ট্যান্ড তৈরী করার প্রস্তাব দেন।

অবশেষে কলেজ অধ্যক্ষের সম্মতিক্রমে ঝুঁকিপূর্ণ পিলারগুলো ভেঙ্গে নতুনভাবে নির্মানের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনের জন্য একটি দৃষ্টিনন্দন স্ট্যান্ডও নির্মান করে দেন।

কলেজের প্রভাষক শুভাশীষ চাকমা জানান, পিলার দুটো শতভাগ ঝুঁকিতে ছিল। নতুন ভাবে মজবুত করে পিলার ও পতাকা স্ট্যান্ড তৈরী করে দিয়েছে ঠিকাদার উত্তম দেব। সমাজের এই ধরণের মহতী কাজে সার্বিক সহযোগিতার জন্য সারিবালা কলেজের পক্ষ থেকে ঠিকাদার উত্তম দেব’কে কৃতজ্ঞতা জানান তিনি।

Exit mobile version