parbattanews

পানছড়ির দুই প্রমিলা ফুটবলার খেলছে ঢাকা প্রিমিয়ার লীগে

ভারতের সীমান্তবর্তী পানছড়ি উপজেলার দুই প্রমিলা ফুটবলার খেলছে এবারের ঢাকা প্রিমিয়ার ফুটবল লীগে। বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের হয়ে প্রমিলা ফুটবল দেশের সবচেয়ে বড়ো আসরে খেলা পানছড়ির দুই রত্নের  নাম থুইমুনা মারমা ও শিবলীকা তালুকদার। তারা দু’জনেই পানছড়ি ফুটবল একাডেমি থেকে বেড়ে উঠা।

জানা যায়, একাডেমির প্রধান প্রশিক্ষক ক্যপ্রুচাই মারমার হাত ধরে ফুটবল জগতে এসে আজ তাদের এই সফলতা। প্রতিদিন বিকেলে উপজেলা পরিষদ মাঠে কঠোর অনুশীলন রপ্ত করেই দেশ সেরা আসরে খেলছে বলেই জানালেন প্রশিক্ষক ক্যপ্রুচাই মারমা।

ঢাকাস্থ বেগম আনোয়ারা স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক এ,আর মনিরুজ্জামান জানান, তাদের খেলার মান ভালো। এরি মাঝে তাদের রেজিষ্ট্রেশন কার্যাদি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা জানান, তারা খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার হয়ে বিভিন্ন টূর্নামেন্টে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করার ফলেই তারা আজ দেশ সেরা আসরে। ভালো খেলে পানছড়ি তথা খাগড়াছড়ির সুনাম বয়ে আনার কথা ক্যাম্প থেকে মোবাইল ফোনে এই প্রতিবেদককে জানালেন দুই প্রমিলা ফুটবলার।

Exit mobile version