parbattanews

পানছড়ির দুর্গম সীমান্তে লোগাং জোনের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

পানছড়ির দুর্গম সীমান্তে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে এ সেবা প্রদান করা হয়। দুর্গম সীমান্তের ট্রিগহাইট বিওপির দায়িত্বপূর্ণ কিষ্টমনিপাড়া এলাকার অসহায়, হতদরিদ্র ও অসুস্থরা এ সেবা গ্রহণ করেন। লোগাং জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মশিউর রহমান উপস্থিত থেকে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় প্রায় দুই শতাধিক পুরুষ-মহিলা বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ নেন।

লোগাং জোন সদর দপ্তর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দুরে অবস্থিত কিষ্টমনিপাড়া এলাকার জনগণ এই সেবা পেয়ে লোগাং জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

স্থানীয়রা জানায়, এই দুর্গম এলাকা থেকে পানছড়ি সদর হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করা অনেক কষ্টকর। তাছাড়া যোগাযোগ ব্যবস্থাও খুব খারাপ। লোগাং জোনের মাধ্যমে এর আগেও তারা চিকিৎসাসেবা পাওয়ার কথা জানায়। পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে এই ধরণের সেবা চলমান থাকবে বলে বিজিবি সূত্রে জানা যায়।

Exit mobile version