পানছড়ির নতুন স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ তম স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা হিসেবে যোগদান করেছে ডা: অনুতোষ চাকমা।
রবিবার (২ ফেব্রুয়ারি) তিনি অত্র কমপ্লেক্সে যোগ দেন।
এর আগে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকলেও ডেপুটেশনে ছিলেন খাগড়াছড়ি সদর হাসপাতালে। সিলেট মেডিকেল থেকে ২০০৫সালে এমবিবিএস কোর্স শেষে ২০তম বিসিএসে কৃতকার্য হয়ে মেডিকেল অফিসার হিসেবে দীর্ঘবছর তিনি সেবা দিয়েছেন।
বিদায়ী স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: সনজীব ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছে বলে জানা গেছে।
সদ্য যোগ দেয়া এই কর্মকর্তা জানান, পানছড়ি হাসপাতালে সেবার মান বৃদ্ধির ব্যাপারে সব সময় আমি আন্তরিক। রোগিদের শতভাগ সেবা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিয়েই যাত্রা শুরু করেছেন বলে জানান।