parbattanews

পানছড়ির পেঁপে গাছের ১২ ডালে ঝুলছে দুই শতাধিক পেঁপে

পানছড়ির একটি পেঁপে গাছ থেকে বের হয়েছে ১২টি ডাল। প্রতিটি ডালেই ঝুলছে ২৫ থেকে ৩০ টি করে পেঁপে। সর্বমোট হিসেবে প্রায় দুই শতাধিক পেঁপে ঝুলে থাকার খবরটি মিলে পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউপির ৯নং ওয়ার্ডের অলেন্দ্র কার্বারী পাড়া থেকে। এটি উত্তর ফাতেমানগর বড়পাড়া গুচ্ছগ্রাম নামেও পরিচিত।

আঁকা-বাঁকা পাহাড়ি রাস্তা বেয়ে গিয়ে দেখা যায় গ্রামটিতে অর্ধ শতাধিক ত্রিপুরা সম্প্রদায় পরিবারের বসবাস। গ্রামের কার্বারী বীরবাহুর উঠোনে বিশালাকার বার ডালের গাছটি দেখতে দৃষ্টিনন্দন।

বিশেষ করে দুই শতাধিক মাঝারি সাইজের পেঁপেগুলো নজরকাড়া। বীরবাহু ত্রিপুরা জানান, গাছটির বয়স তিন বছর। সরাসরি গাছের মাঝ বরাবর থেকেই ডালগুলো বের হয়ে সবগুলো ডালে বর্তমানে পেঁপে ঝুলছে।

এ ব্যাপারে পানছড়ির উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা অরুনাংকর চাকমা জানান, পাহাড়ি এলাকায় এটি স্বাভাবিক ব্যাপার। তবে দেশীয় পেঁপে গাছে একাধিক শাখা বের হলেও হাইব্রীড জাতীয় গাছে তা হয়না।

Exit mobile version