পানছড়ির শতাধিক শীতার্তের পাশে লোগাং জোন

পানছড়ির শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে লোগাং জোন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার পাইলট ফার্ম ও আশপাশ এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে লোগাং জোনের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন এবং শীতার্তদের সাথে মত বিনিময় করে খোঁজ-খবর নেন।
শীতবস্ত্র নিতে আসা লিপি, কবিরসহ অনেকের সাথে আলাপকালে তারা জানান, লোগাং জোন থেকে আমরা সবসময়ে সহযোগিতা পেয়ে থাকি। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে লোগাং জোনের ভূমিকা অপরিসীম। সকলেই লোগাং জোনের এই মহতী উদ্যেগ ও সুন্দর ব্যবস্থাপনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ৩ বিজিবি লোগাং জোন সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় শীতবস্ত্র, বিভিন্ন এলাকায় ক্রীড়া সামগ্রী, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, যাত্রীছাউনি নির্মাণ, গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তা, এলাকার সেলাই জানা বেকার মহিলাদের সেলাই মেশিন ও ভ্যান গাড়িসহ নানান সহায়তা দিয়ে সকল সম্প্রদায়ের মন জয় করে নিয়েছে।