parbattanews

পানছড়ির শনটিলায় সংঘর্ষ, আহত ২

ConTila Pic copy

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউপির শনটিলা গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ২জন।  রবিবার সন্ধ্যা ৭টার দিকে শনটিলা গ্রামের আহাদের টিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এতে জামাল হোসেনের ছেলে সুমন (২০) ও  আবুল হোসেনের ছেলে বেলাল (১৮) কে আহতবস্থায় পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সুমনের নাকে ও বেলালের পায়ে আঘাতপ্রাপ্ত হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জয়নাল আবেদীন বেলালকে খাগড়াছড়ি সদর হাসাপাতালে প্রেরণ করে।

শনটিলা গ্রামের আবদুল জলিলের ছেলে আবদুল আহাদ (৪৫) ও তার ছেলে মো. বিল্লাল হোসেন এ ঘটনা ঘটিয়েছে বলে আহতরা জানায়। এ ঘটনার জের ধরে  আবদুল আহাদের দুটি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনটিলা গ্রামের জারু মিয়ার স্ত্রী শাহানা হত্যার পর জারু মিয়ার জায়গার কিছু কাগজ পত্রাদি আহাদের জিম্মায় রাখা হয়। এসব কাগজ পত্রাদির জের ধরে এ ঘটনা ঘটেছে বলেও তাদের ধারণা।

এদিকে আবদুল আহাদের মেয়ে আমেনা জানায়, গ্রামের মুরুব্বীরা মিলে জারু মিয়ার জায়গার কিছু কাগজ তার বাবার কাছে জমা রাখে। বর্তমানে জামিনে আসা জারু মিয়ার ছেলে বাদশা তার দলবল নিয়ে কাগজ চাইতে গেলে আহাদ জানায় গ্রামের দশজন নিয়ে বসে এ কাগজ হস্তান্তর করা হবে।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’গ্রুপের সংঘর্ষ হয়। আমেনা নিজেও গুরুতর আহত বলেও জানায়। ঘটনার সাথে সাথে পানছড়ি থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আ. জব্বার  জানান, বর্তমানে তিনি ঘটনাস্থল শনটিলায় রয়েছেন।

Exit mobile version