parbattanews

পানছড়ির শিক্ষার্থীদের নদী পারাপারে নৌকা দিবে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

পানছড়ি উপজেলার প্রদীপপাড়া, কানুনগোপাড়া এলাকা দিয়ে বয়ে যাওয়া চেংগী নদী পারাপারে নৌকা প্রদান করবে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ও ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন এই বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, “চেংগীর একমাত্র নৌকাটি ভেসে গেছে, পানছড়িতে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ পারাপার” প্রকাশিত খবরটি দৃষ্টিগোচরে আসায় ২৯৮নং খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে সহসাই নৌকাটি প্রদান করা হবে। এতে করে প্রদীপপাড়া, কানুনগোপাড়া, হরি গোপালপাড়া, চিত্তররঞ্জন কার্বারী পাড়া, দীনবন্ধু পাড়া, যৌথখামার, বেঙাপাড়া, সিন্ধুকার্বারীপাড়া ও সাঁওতালপাড়া এলাকার শিক্ষার্থী ও শত শত লোকের চলাচলের আর সমস্যা থাকবে না।

কোভিড-১৯ এর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘ প্রায় আঠার মাস পর বিদ্যালয়মুখী শিক্ষার্থীরা বাঁশের ভেলায় চড়ে ঝুঁকিপূর্ণ পারাপারের দৃশ্যটি ছিল মর্মান্তিক। এলাকার স্বপন চাকমা বাঁশের ভেলায় রশি বেঁধে টেনে কোন রকম পার করলেও কেউ কেউ ভয়ে আর বিদ্যালয়ে না আসার কথা জানায়।

এই ঘাঁট দিয়েই বড় পানছড়ি উত্তর, কানুনগো পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও টেকনিক্যালে পড়া শতাধিক শিক্ষার্থীসহ স্থানীয় জনগনের পারাপারের একমাত্র মাধ্যম।

বিজয় কুমার দেব ও ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেনের এই মহতী উদ্দ্যেগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী, শিক্ষার্থী ও শিক্ষকরা।

Exit mobile version