parbattanews

পানছড়ির শীতার্তদের পাশে সেনাবাহিনী

পানছড়ির বিভিন্ন সম্প্রদায়ের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী (খাগড়াছড়ি সদর জোন)।

৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল দশ’টায় উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় মাাঠে সাবজান কর্তৃক পরিচালিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে এসব সামগ্রী বিতরণ করা হয়।

করোনা পরিস্থিতিতে কর্মহীন, গরীব, অসহায় ও দুস্থদের এই বস্ত্র প্রদান করা হয়। পানছড়ি সাব জোন অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ মাশরুর এলাহী ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আরিফুর রহমান উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন। শীতবস্ত্র হাতে পেয়ে শীতার্তরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানায়।

খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জানান, প্রতি বছরের ন্যায় এবারেও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। যে কোন দুর্যোগ পরিস্থিতিতে আত্ম-মানবতার সেবায় বেসামরিক প্রশাসনকে তাৎক্ষনিক বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষনিক সহায়তার পাশে ছিল আগামীতেও থাকবে। শীতবস্ত্র বিতরণ ছাড়াও বিভিন্ন এলাকায় খেলাধুলার সামগ্রী, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধীদের নানান সহায়তা দিয়ে এলাকার মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর অপরিসীম ভুমিকার কথা জানালেন অনেকেই।

Exit mobile version