parbattanews

পানছড়ির শীতার্ত ও শিক্ষার্থীদের পাশে সেনাবাহিনী

Book- Sheet PIC

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত ও কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়িস্থ ১৪ই বেঙ্গলের অধিনস্থ পানছড়ি আর্মি সাব জোন। পানছড়ি সাব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার অহিদুজ্জামানের নেতৃত্বে বিগত কয়েকদিনে শীতার্তদের হাতে তুলে দেয়া হয়েছে শীতবস্ত্র।

অন্যদিকে, মঙ্গলবার সকাল ১০টা থেকে কোমলমতি শিশুদের লেখাপড়ায় উৎসাহিত করার লক্ষে বিতরণ করছে শিক্ষা উপকরণ। এর মাঝে ছিল বাংলা, চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা সংবলিত বর্ণমালা, মজার মজার ছড়া, নানান ফলমূল ও পশুপাখির ছবি নিয়ে বই, খাতা, কলম সাথে একটি বাহারী পেন্সিল বক্স। শিক্ষার এসব উপকরণ পেয়ে কোমলমতি শিশুরা খুশীতে হয়েছে আত্মহারা।

উপজেলার যৌথখামার মার্মা পাড়া এলাকার পাড়া কেন্দ্রের শিক্ষক লাম্রাচাং মারমা জানায়, সেনাবাহিনীর বিতরণকৃত শিক্ষা সামগ্রী পেয়ে শিশুরা খুবই খুশী। এ ধরনের উপকরণ পেয়ে শিশুরা লেখাপড়ায় দ্বিগুন উৎসাহিত হয়েছে বলেও তিনি জানালেন।

উল্লেখ্য পানছড়ির গরীব পরিবারের মেধাবী আনোয়ারকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাংলাদেশ সেনাাবাহিনী ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছিল।

Exit mobile version