parbattanews

পানছড়ির সাকিব আর কাকাতুয়ার সখ্যতা

পানছড়িতে দেখা মিলেছে হলদে ঝুটির কাকাতুয়া। পাখি প্রেমিক সাকিবের সাথে তার দারুণ সখ্যতা। তবে খাঁচায় বন্ধী থেকে নয় সাকিবের হাতে, কাঁধে ও মাথায় চড়ে দিব্যি আরামে কাকাতুয়াটি চড়ে বেড়ায় সারা গ্রাম।

এই দৃশ্যটির দেখা মেলে উপজেলার পাইলট ফার্ম এলাকায়। সাকিবের পুরো নাম মো. ফাহিমুল হাছান সাকিব। সে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। পাখি প্রেমিক সাকিব শালিক থেকে শুরু করে বিভিন্ন ধরণের পাখি পোষলেও এবারে যোগ হয়েছে হলদে ঝুটির কাকাতুয়া।

অস্ট্রেলিয়ার জলাভুমি, বুনো ঝোপঝাড় এলাকায় এদের বসবাস। ককাটিয়েল প্রজাতির এই পাখি মুলত: কাকাতুয়া পরিবারের একটি পাখি। এই পাখিটি অনেকে খাঁচায় রেখে পালন করলেও সাকিবের পোষা কাকাতুয়াটি মুক্ত মনে উড়ে বেড়ায় সাকিবের বাড়ির আশ-পাশ এলাকায়। এই দৃশ্য উপভোগে ছুটে আসে এলাকার কোমলমতি শিশুরা।

Exit mobile version