parbattanews

পানছড়ির সানরাইজে ব্যতিক্রমী আয়োজন

পানছড়ি প্রতিনিধি:

ফলাফলের দিক দিয়ে উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ কিন্ডার গার্টেন। এবারের পিইসি’তেও শতভাগ সাফল্য এবং উপজেলার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেরা স্থানটি তাদের দখলে। তাই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা খুশীতে আত্মহারা। সাফল্য অর্জনকারীদের অভিনন্দন জানাতে সহপাঠিরা করে বসল এক ব্যতিক্রমী আয়োজন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় মধ্যাহ্ন বিরতিতে বিদ্যালয় মাঠে টেবিলের উপর কেক সাজিয়ে সহপাঠীদের জানাল অভিনন্দন বার্তা। ছুটে এলো সানরাইজের ৬ষ্ঠ শ্রেণির সকল শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা। করতালির মধ্যে দিয়ে কেক কাটলেন বিদ্যালয় প্রধান মনোয়ারা বেগম। একে একে সবার নিকট কেক পৌঁছল আর সাথে ফুটল দু’একটি আতসবাজি।

বছর বছর ভালো ফলাফল করে এমন একটি আনন্দঘন মুহূর্ত পার করার ইচ্ছা প্রকাশ করলো বিদ্যালয়ের সকল শিক্ষার্থী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষক উচিং মারমা, মো. জালাল হোসেন, পাবিন চাকমা, কংচাই মারমা, মো. শাহআলম, মো. সাজ্জাদ হোসেন, তন্বি দেব, রুনা আক্তার, রিনা আক্তার, থুইম্রাচিং মার্মা, পলাশ চক্রবর্তী ও চিত্তিবালা চাকমা।

Exit mobile version