parbattanews

পানছড়ি-খাগড়াছড়ি সড়কের গর্ত ভরাট শুরু

ফলোআপ

গত ১৮’ সেপ্টেম্বর পার্বত্য নিউজে প্রকাশিত পানছড়ি-খাগড়াছড়ি সড়কের বেহাল দশার সংবাদটি প্রকাশের পর সংস্কারের কাজ শুরু করেছে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ।

খাগড়াছড়ি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাকিল মো. ফয়সল পার্বত্যনিউজকে বলেছিলেন বার ফিটের সড়কটিকে আঠারো ফিটে উন্নীত করা হবে। ইতিমধ্যে রাস্তার ডিজাইন করা হয়েছে। এই বছরের শেষের দিকে কাজ শুরু হবে। বর্তমানে সড়কে যে গর্ত তৈরি হয়েছে তা ভরাট করে যান চলচলের উপযোগী করা হবে। তিনি তার দেয়া কথা রেখে ইতিমধ্যে পানছড়ি এলাকায় গর্ত ভরাটের কাজ শুরু করেছেন।

৬ অক্টোবর মঙ্গলবার সকাল থেকেই সড়ক ও জনপথের দুটি গাড়ি দিয়ে শ্রমিকরা ভরাটের কাজ শুরু করায় গাড়ি চালক ও পথচারীরা খুব খুশি। মাহেন্দ্র, সিএনজি, টমটম ও মোটর সাইকেল চালকরা নির্বাহী প্রকৌশলীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

Exit mobile version