parbattanews

পানছড়ি জোন কাপ ফুটবলে ফাতেমা নগর চ্যাম্পিয়ন

পানছড়ি প্রতিনিধি:

জেলার পানছড়িতে জোন কাপ ফুটবলের প্রাণবন্ত ফাইনাল সম্পন্ন হয়েছে। বুধবার (২১মার্চ) বিকাল ৩টা থেকে অনুষ্ঠিতব্য ফাইনালে ফাতেমা নগর মেঘনা যুব কল্যান ক্লাব যদাবল ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জানা যায়, ২৩ ফেব্রুয়ারী থেকে উপজেলার নয়টি দল নিয়ে ৩ বিজিবি লোগাং জোনের আয়োজনে শুরু হয় এই টূর্ণামেন্ট। ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরষ্কার তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পানছড়ি সাব জোন অধিনায়ক মেজর সোহেল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাহার মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা, ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, প্রত্যুত্তর চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।

মোহাম্মদপুর ইয়াং ষ্টার ক্লাবের জুয়েল রানা ১২টি গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং ফাতেমা নগর মেঘনা যুব কল্যান ক্লাবের মিলন কান্তি চাকমা টূর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। ফাইনাল খেলাটি পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা ক্রিড়া সংস্থার রেফারী অংশা মারমা। নিখিল কুমার দে ও সুমন ত্রিপুরা ছিলেন দুই সহযোগী।

 

Exit mobile version