পানছড়ি থানা পুলিশের উদ্যোগে করোনা সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ

fec-image

করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ওসি মো. দুলাল হোসেনের নেতৃত্বে মাস্ক বিতরণ জনসচেতনতামুলক প্রচারণা চালিয়ে যাচ্ছে পানছড়ি থানা পুলিশ।

“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যের ব্যানারে উপজেলার জনবহুল ও বাজার এলাকাসমূহে বিরামহীন প্রচারণা চালাচ্ছে পুলিশ সদস্যরা। তাদের এ মহতী উদ্যেগকে স্বাগত জানিয়ে মাস্ক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তাছাড়া সিএনজি, অটোরিকসা ও জিপসমূহে সীমিত যাত্রী বহনে চালকদের দেয়া হচ্ছে সচেতনতামূলক পরামর্শ। ওসি মো. দুলাল হোসেন, এসআই ইকবাল, এএসআই মামুনসহ পুলিশ সদস্যদের এই মহতী উদ্যেগকে স্বাগত জানিয়ে নিজে সচতন হয়ে অন্যকেও সচেতন হওয়ার ব্যপারে পরামর্শের কথা জানালেন অনেকেই।

করোনা মহামারীতে ওসির নিজ অর্থায়নে সহস্রাধিক মাস্ক, পুলিশ সদস্যদের মাঝে পিপিই বিতরণসহ পুলিশ সদস্যদের নিজ অর্থায়নে অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে মহানুুভবতার পরিচয় দিয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, পানছড়ি, পুলিশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন