parbattanews

পানছড়ি থানা পুলিশের ব্যতিক্রমী সেবা “হ্যালো ওসি”

সাধারণ মানুষের মনের ভীতি দুরীকরণে এক ব্যতিক্রমী সেবার আয়োজন করেছে পানছড়ি থানা পুলিশ। বৃহষ্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের কথা শুনতে নিজেই ছুটে চলেছেন ওসি মো: নুরুল আলম। আইনগত সহায়তার জন্য ওসির সাথে নির্ভয়ে কথা বলতে এই সেবার নাম দেয়া হয়েছে “হ্যালো ওসি”। যেখানেই ব্যানার টাঙিয়ে বসা হচ্ছে ওসির সাথে কথা বলতে ছুটে আসছে এলাকার আবাল-বৃদ্ধ-বনিতরা।

সাধারণ মানুষের সাথে কথা বলে নিজের তৃপ্তি ও উপভোগের কথা জানালেন ওসি। তিনি বলেন, এ সেবা অব্যাহত থাকবে। ব্যানারে মোবাইল নাম্বার দেয়া আছে প্রয়োজনে মোবাইলেও সেবা নিতে পারবে এলাকার জনগণ। সাধারণ মানুষের সাথে মিলে মিশে একটি সুন্দর সমাজ গড়ে তোলাই মূল উদ্দেশ্য বলে তিনি জানান। সেবা নিতে আসা কয়েকজন জানালেন, আসলেই মনে একটি পুলিশী ভয় কাজ করতো কিন্তু ওসির সাথে কথা বলে সেই ভয় দুর হয়েছে। এখন থেকে প্রয়োজনে নিজেরাই ছুটে যাব থানায়। হ্যালো ওসি সেবায় উপস্থিত থেকে আরো সেবা প্রদান করেন এস.আই মাহদী হাসান, এস.আই ইসমাইল হোসেন, এ.এস.আই ওয়াসিম ও এ.এস.আই সাইদুল।

Exit mobile version