parbattanews

পানছড়ি ৩ বিজিবি কর্তৃক সেলাই মেশিন, ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান

খাগড়াছড়ির পানছড়িতে লোগাং জোন (৩ বিজিবি) কর্তৃক এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনকল্যাণমুলক কর্মসূচি ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। যার মাঝে ছিল সেলাই মেশিন, ঢেউটিন ও আর্থিক অনুদান।

সোমবার (১৯ জুলাই) দুপুরে ৩ বিজিবি সদর দপ্তরে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব অনুদান তুলে দেন লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত আলম।

এ সময় জোন অধিনায়ক বলেন, এলাকার বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের মধ্যে সহাবস্থান নিশ্চিতের মাধ্যমে এলাকার সম্প্রীতি বজায় রাখতে লোগাং জোন সার্বক্ষনিক নিরলস কাজ করে যাচ্ছে। লোগাং জোন এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য ৩ বিজিবি লোগাং জোন এবারের শীতে সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় শীতবস্ত্র, বিভিন্ন এলাকায় ক্রীড়া সামগ্রী, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বিদ্যালয়ের পাশে যাত্রী ছাউনি নির্মাণ, গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তা, এলাকার সেলাই জানা বেকার মহিলাদের সেলাই মেশিনসহ নানান সহায়তা দিয়ে সকল সম্প্রদায়ের মন জয় করে নিয়েছে।

Exit mobile version