parbattanews

পানামা পেপারস কেলেঙ্কারি, ঐশ্বরিয়াকে ফের জিজ্ঞাসাবাদ

পানামা পেপারস কেলেঙ্কারিতে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে ফের জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বিদেশে প্রচুর সম্পত্তি রাখার অভিযোগে বিদেশি মুদ্রা আইনে (ফেমা) অমিতাভ বচ্চনের পূত্রবধূকে ডেকে পাঠানো হয়েছিল ইডি দপ্তরে।

গত সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে তিনি সেখানে পৌঁছন। সন্ধ্যার পরে ইডি দপ্তর থেকে বেরোন ঐশ্বরিয়া। তার বিরুদ্ধে অভিযোগ, ব্রিটিশ ভার্জিন আইল্য়ান্ডে তিনি তার সম্পদ গচ্ছিত রেখেছেন। কর ফাঁকি দেওয়ার জন্যই এমন করেছেন ঐশ্বরিয়া।

এর আগে আরও দু’বার তাকে তলব করেছিল ইডি। কিন্তু তখন তিনি সময় চেয়ে নিয়েছিলেন। ২০১৭ সাল থেকে ইডি এই মামলার তদন্ত করছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিদেশে সম্পত্তি গচ্ছিত রাখার বিষয়টি ব্যাখ্যা পেতে ২০০৪ সালে বচ্চন পরিবারকে ডেকেছিল ইডি। সূত্রের খবর, গত ১৫ বছরের টাকা দেওয়া-নেওয়ার সব নথি ইডির কাছে জমা দিয়েছেন ঐশ্বরিয়া।

পানামা পেপারসে ১ কোটি ১৫ লাখ গোপন নথি ২০১৬ সালের এপ্রিল মাসে ফাঁস হয়েছিল। এই পানামা পেপারসে নাম থাকায় আদালতের নির্দেশে পাকিস্তানে প্রধানমন্ত্রিত্ব খোয়াতে হয়েছে নওয়াজ শরিফকে। অন্যদিকে, পানামা পেপারসের জেরে অমিতাভ বচ্চনসহ বেশ কিছু বিশিষ্ট ভারতীয়ের বিরুদ্ধেও তদন্ত শুরু করার কথা জানিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।

সূত্র: আনন্দবাজার

Exit mobile version