পাবলিক টয়েলেট থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
খাড়াছড়ির মাটিরাঙ্গায় এক অজ্ঞাতনামা ব্যক্তির (অনুমান ৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবারর (২৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বেলছড়ি বাজার এলাকা হতে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় স্কুলশিক্ষক লুৎফর রহমান জানান, লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল। বেশ কিছু দিন আগ থেকে তাকে বেলছড়ি বাজার ও আশ পাশে এলাকায় দেখা গেছে।
সকাল সাড়ে আটটার দিকে বাজারের লোকজন পাবলিক টয়েলেটে একজন অজ্ঞাত ব্যাক্তির লাশ দেখতে পায়। পরে মাটিরাঙ্গা থানা পুলিশকে জনালে অজ্ঞাতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়।
মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম জানান, লাশের পরিচয় ও কিভাবে মারা গেছে তাৎক্ষনিক তা নিশ্চিত করা যায়নী। লাশ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েয়ে বলে জানান তিনি।