parbattanews

পার্বত্যনিউজে সংবাদ প্রকাশের পর বাইশারীতে কাঠ বোঝাই দু’টি মাহিন্দারা ট্রাক আটক

12

বাইশারী প্রতিনিধি:

পার্বত্য বান্দরবানের বাইশারীতে বিট কর্মকর্তা, স্থানীয় পুলিশ ও জনতার যৌথ অভিযানে বল্লি কাঠ ভর্তি দুইটি মাহিন্দারা ট্রাক আটক করেছে সাঙ্গু রেঞ্জ, বাইশারী বন বিট ।

জানা যায় , গত ১২ মার্চ পার্বত্যনিউজ ও দেশের অন্যান্য সংবাদ মাধ্যমে “বাইশারী গর্জনিয়া, ঈদগাঁও সড়ক রাতের আধাঁরে পাচার হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ” নামাক শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর বন বিভাগের কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়।গত ১৪ মার্চ রাত ১২ টার দিকে গাছ পাচারকারীরা বাইশারী বাজার দিয়ে দুইটি মাহিন্দারা ট্রাক ভর্তি সংরক্ষিত বনাঞ্চলের কাঠ নিয়ে যাওয়ার সময় সাঙ্গু রেঞ্জ ,বাইশারী বন বিট এর দায়িত্বে থাকা মো: রেজাউল করিমের নির্দেশে ট্রাক দুইটি আটক করে বিট কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পরে রেইন্জার মো: রেজাউল করিমের মোবাইলে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুইটি সংরক্ষিত বনাঞ্চলের কাঠ বোঝাই মাহিন্দারা ট্রাক আটক করা হয়েছে এবং কাঠ পাচারকারীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গোপন সূত্রে জানা যায় কাঠ পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা মোটা অঙ্কের বিনিময়ে সংরক্ষিত বনাঞ্চালের কাঠ বোঝাই মাহিন্দারা ট্রাক দুইটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।এলাকাবাসী কাঠ পাচারকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করায় সাঙ্গু বিট কর্মকর্তার প্রসংশা করে বলেন, কাঠ পাচারকারীদের বিরুদ্ধে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Exit mobile version