পার্বত্যমন্ত্রীর উদ্যোগে থানচিতে ৬০ পরিবারের মাঝে গৃহপালিত গাভী প্রদান

fec-image

পারিবারের সাবলম্বী ও অস্বচ্ছল থেকে স্বচ্ছল হয়ে ছেলে মেয়েদের শিক্ষিত গড়ে তোলা এবং সমাজের উচু করে তোলার লক্ষ্যে পার্বত্যমন্ত্রী‘র উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের বান্দরবানে থানচিতে ৬০ পরিবার পেল গৃহপালিত গাভী গরু ।

সোমবার(২৭ জুলাই) সকালে থানচি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের থানচি উপজেলা পরিষদে আয়োজনে গৃহপালিত গাভী গরু বিতরণ করা হয় ।

বিতরণের সময় থানচি উপজেরা পরিষদে চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংসার ম্রো, তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রুঅং মারমা, রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমাসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

সংশ্লিষ্টরা বলেন, গত বছরে ৪০ পরিবারকে একটি করে ৪০টি গৃহপালিত গাভী গরু বিতরণ করা হয়েছিল । থানচি উপজেলা ৪ ইউনিয়নের মোট ১০০ পরিবারকে এর আওতায় আনা হয়েছে ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, পার্বত্যমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন