parbattanews

‘পার্বত্য এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সেনাবাহিনী কাজ করেছে’

লক্ষীছড়ি জোন সদরে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মো: জাহাঙ্গির আলম পিএসসি বলেছেন, সন্ত্রাসী তৎপরতার কারণে পাহাড়ে উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে দেয়া হবেনা। সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সেনাবাহিনী কাজ করেছে। আগামী দিনেও করবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে লক্ষীছড়ি জোন সদরে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় লক্ষীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেম্রাচাই চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা লক্ষীছড়ির শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।

এ ছাড়া জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন নাসির, ক্যাপ্টেন সুহাদ, ক্যাপ্টেন রাজেক, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা, নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক, হেডম্যান-কার্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Exit mobile version