পার্বত্য চট্টগ্রামের সমস্যা গভীরতম দৃষ্টিকোণ দিয়ে সমাধান করতে হবে: ঊষাতন তালুকদার


বিভ্রান্তি নয়, অপপ্রচার নয়, পার্বত্য চট্টগ্রামকে গভীরতর দৃষ্টিকোণ থেকে দেখে ও সমস্যা সমাধানে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
মঙ্গলবার (২০ মে) রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ( পিসিপি) ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
এসময় ঊষাতন তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়ের মানুষদের নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে ও এখনো চলছে।
এসময় ঊষাতন তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়ের মানুষদের নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে ও এখনো চলছে।
পাহাড়ি জনগোষ্ঠীকে সন্দেহ করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করা যাবে না। নানান সমস্যার পাশাপাশি এখন মহান মুক্তিযুদ্ধ নিয়ে নাড়াচাড়া দিচ্ছে বিরোধীরা। এসময় তিনি দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করার আহবান জানান।
এদিন সকালে শহরের শিল্পকলা একাডেমিতে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মিলনায়তনে পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ শিশির চাকমা,
বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জর চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী ম্রানুসিং মারমা, যুব সমিতির নেতা সুমিত্র নেতা ও পিসিপি নেতা সৈশানু মারমা প্রমুখ।
আগামীকাল বুধবার কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটির নেতারা।
মে ২০, ২০২৫
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি
০১৮২০৩০৩৫৪১
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি
০১৮২০৩০৩৫৪১
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment