parbattanews

পার্বত্য চট্টগ্রামে পদায়নের আগে কর্মকর্তাদের ওরিয়েন্টশনের সুপারিশ করলো সংসদীয় কমিটি

পার্বত্যনিউজ ডেস্ক:
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের এনজিও ব্যুরোর বৈঠকে স্থানীয় জেলা প্রশাসককের অংশ নেওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে সরকারি কর্মকর্তাদের পার্বত্য চট্টগ্রামে পদায়নের আগে নতুন কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ওরিয়েন্টশন প্রদানের সুপারিশ করা হয়।

সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩০তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, ফিরোজা বেগম (চিনু) বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয় জানায়, কমিটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন কর্মকর্তাদের পদায়নের পূর্বে স্থানীয় সমাজ ও সংস্কৃতি বিষয়ে নতুন কর্মকর্তাদের প্রয়োজনীয় ওরিয়েন্টশন প্রদানের সংশিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version