পার্বত্য চট্টগ্রামে ৫০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত

fec-image

নতুন করে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করা হলো ২৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠান। বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন। এর আওতায় তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানও এমপিওভুক্ত হলো।

তিন পার্বত্য জেলায় নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম) ১১টি, মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) ২৪টি, কলেজ একাদশ থেকে দ্বাদশ ১টি, ডিগ্রি কলেজ (১৩শ-১৫শ) ২টি, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান দাখিল ৭টি, আলিম ৩টি, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ভোকেশনাল ২টি।

তিন পার্বত্য জেলার দাখিল মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ছিদ্দিক-ই আকবর দাখিল মাদ্রাসা, বেতবুনিয়া মঈনুল উলুম রেজভিয়া সাইদিয়া দাখিল মাদ্রাসা, লংগদু উপজেলার বাইতুশ শরফ জব্বারিয়া আর্দশ দাখিল মাদ্রাসা, নানিয়ারচর উপজেলার নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসা, কাপ্তাইয়ের তাইয়াবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, বান্দরবানের লামা উপজেলার হায়দারনাশী মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, নাইক্ষ্যংছড়ি বাইশারি শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা।

আলিম মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- খাগড়াছড়ি সদর উপজেলায় অবস্থিত খাগড়াছড়ি ইসলামীয়া আলিম মাদ্রাসা, রাঙামাটির লংগদুতে অবস্থিত মাইনীমুখ ইসলামীয়া আলিম মাদ্রাসা ও বান্দরবান সদরে উপজেলায় অবিস্থিত বান্দরবান ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা।

ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বি.টি উচ্চ বিদ্যালয় ও রাজস্থলী উপজেলার বাঙ্গাহালিয়া উচ্চ বিদ্যালয়।

তিন পার্বত্য জেলার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো- খাগড়াছড়ির জেলার দীঘিনালা বাবুছড়ামুখ উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গার আলুটিলা বটতলী নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা পৌরসভা মডেল বিদ্যালয়, মানিকছড়ির বড়ঢুলু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রামগড়ের হাফছড়ি উচ্চ বিদ্যালয়, রাঙামাটির লংগদু উপজেলার কালাপাকুজ্জা সেনামৈত্রী আদর্শ উচ্চ বিদ্যালয়, কাউখালীর ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়, বিলাইছড়ির ফারুয়া নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, নানিয়ারচরের বুড়িঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, লামার হারগাজা নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়।

মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, যজ্ঞছোলা উচ্চ বিদ্যালয়, ধইনছড়ি উচ্চ বিদ্যালয়, পানছড়ি লোগাংবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, দীঘিনালা মডেল বালিক উচ্চ বিদ্যালয়, উধল বাগান উচ্চ বিদ্যালয়, রামগড় হাফছড়ি উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গার খাদাছড়া উচ্চ বিদ্যালয়, মহালছড়ির সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি সদরের মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়, এপি ব্যাটালিয়ান উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাটির লংগদু উপজেলা গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, বাঘাইছড়ির দক্ষিণ রূপকারী উচ্চ বিদ্যালয়, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়, রাজস্থলীর গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়, সদর উপজেলার ভেদভেদী উচ্চ বিদ্যালয়, বরকলের জুনুপাহাড় উচ্চ বিদ্যালয়, কাপ্তাইয়ের কাপ্তাই নৌ-বাহিনী উচ্চ বিদ্যালয়, চিৎমরম উচ্চ বিদ্যালয়, লংগদুর মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয়, বান্দরবান সদরের বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রুমার রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়, লামার লামামুখ উচ্চ বিদ্যালয়।

তিন পার্বত্য জেলার উচ্চ মাধ্যমিক (কলেজ) শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একমাত্র রয়েছে, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি গ্রীনহিল কলেজ।

স্নাতক (পাস) শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, খাগড়াছড়ির পানছড়ি কলেজ ও বান্দরবানের লামায় মাতামুহুরি কলেজ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত বুধবার এই ঘোষণা দিলেও এমপিওভুক্তির সিদ্ধান্ত কার্যকর হবে গত জুলাই মাস থেকে। সাড়ে ৯ বছর পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলো। বুধবার গণভবনে নতুন করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এমপিওভুক্ত, পার্বত্য চট্টগ্রামে, শিক্ষা প্রতিষ্ঠান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন