‘পার্বত্য চট্টগ্রামকে নিয়ে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের শেষ নেই’
পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সার্বিক পরিস্থিতির আলোকে সংবাদ সম্মেলন করেছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ গণতান্ত্রিক)।
রবিবার (১৭অক্টোবর) সকালে বালাঘাটা এলাকার কাজীসডাইনের মিলনায়তনে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর নেতৃবৃন্দরা এ সংবাদ সম্মেলন করেন।
নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে দেশি বিদেশী স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের কোন শেষ নেই। কুচক্রী এ মহল গত কয়েক বছর ধরে জুম্ম জাতির ভাই বোনদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে নিজ স্বার্থে ব্যবহার করছে। এ কুচক্রী মহল দেশের বাইরে দুটি স্থানে তাদের অনুগতদের নিয়ে সামরিক প্রশিক্ষণ শুরু করেছে।
তারা বলেন, পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ণ সাধিত হয়েছে। এছাড়া জুম্ম জাতির অনেক ভাই বোনের সরকারি চাকরীও হয়েছে।
এসময় তারা চারটি দাবি জানান, দাবিগুলো হল- ১। বর্তমান চলমান উন্নয়ণকে বাধাগ্রস্ত করবেন না।
২। দেশি বিদেশী স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রে সন্ত্রাসীর পথে পা বাড়াবেন না।
৩। আপনাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের ষড়যন্ত্রের পথ পরিহারের পরামর্শ দেন ও
৪। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে নিরাপত্তাবাহিনীর কার্যক্রম ও গোয়েন্দা সংস্থার নজরদারী বৃদ্ধি করার আহ্বান জানান।
এসময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর মুখপাত্র সুলেন চাকমা, জেলার সভাপতি মংপ্রু মারমা, সিনিয়র সহসভাপতি সিকো চাকমা, পিসিপির সভাপতি উচিং মারমাসহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।