পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বিলুপ্ত করে ডাইভারসিটি কমিশন গঠনের দাবি জানালেন ইফতেখারুজ্জামান

fec-image

দুর্নীতিবিরোধী সংস্কার কমিশনের প্রধান এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়কে বিলুপ্ত করে একটি ডাইভারসিটি কমিশন তথা বৈচিত্র্য কমিশন গঠনের দাবি জানিয়েছেন। কারণ, তিনি মনে করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ‌ট্রাইবালদের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

২৪ নভেম্বর রোববার ডেইলি স্টারের ইংরেজি অনলাইন ভার্সনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই ঢাকায় ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে কাপেং ফাউন্ডেশন আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দুর্নীতিবিরোধী সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান বলেন “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ট্রাইবালদের অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটি বাতিল করা উচিত, এটি উন্নয়নকেন্দ্রিক হয়ে উঠেছে এবং এর ফলে ‌ট্রাইবাল জনগণ সংখ্যাগরিষ্ঠ শাসনের অধীন হয়ে গেছে।”

বাংলাদেশের ‌ট্রাইবালদের অবস্থা এবং করণীয় নিয়ে এক আলোচনা সভার ভাষণে ইফতেখারুজ্জামান বলেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কেবলমাত্র অবকাঠামো সংশ্লিষ্ট প্রকল্পগুলি অনুসরণ করছে, যা ট্রাইবালদের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার পরিবর্তে স্থানীয় জনগণের বংশগত সংস্কৃতিকে ধ্বংস করছে।

অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবিরোধী সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামানও ট্রাইবালদের জন্য সাংবিধানিক স্বীকৃতির গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, এটি তাদের ঐতিহ্য ও সংস্কৃতির কারণে অনস্বীকার্য অধিকার।

ট্রাইবালদের স্বীকৃতি দেওয়ার জন্য সাংবিধানিক কমিশনকেও অনুরোধ করেন তিনি।

ইফতেখারুজ্জামান আরো বলেন, ট্রাইবালদের অধিকার কখনই প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না প্রতিটি নাগরিক এ সংগ্রামকে তাদের নিজস্ব মনে করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন