প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মারমা সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
পার্বত্য চট্টগ্রাম হবে পাহাড়ি-বাঙালির ফুলের বাগান : ওয়াদুদ ভূইয়া
কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, আগামীর পার্বত্য চট্টগ্রাম হবে পাহাড়ি-বাঙালির ফুলের বাগান।
কোন উস্কানিতে পা না দিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেত্মারা পাহাড়কে অশান্ত করতে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ আহ্বান জানান সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে কংজরী মারমা, কংজপ্রু মারমা, চাইহ্লাপ্রু মারমা, চিংহ্লা চৌধুরী, ক্যরী মগ, উক্যনু মারমা প্রমুখ বক্তব্য রাখেন।
Facebook Comment