parbattanews

পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে জুম্ম জনগণকে একসাথে সামিল হতে হবে। যেকোন মূল্যে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শনিবার (২০ মে) সকালে রাঙামাটি শহরের জিমনেসিয়াম প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ৩৪তম কেন্দ্রীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমন মারমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি উষাতন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাশ আলো, হিল ইউমেন্স ফোডারেশনের সাংগঠনিক সম্পাদক ম্রানুচিং মারমা। এছাড়া কেন্দ্রীয় সম্মেলনে পাহাড়ি ছাত্র পরিষদের তিন পার্বত্য জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ ৪ দফা দাবি তুলে ধরেন-পার্বত্য চুক্তি বাস্তবায়নে রোড ম্যাপ ঘোষণা করতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকুরীতে ৫% কোটা চালু করা। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও তার অঙ্গসংগঠনসমূহের নেতা কর্মীদের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহার করতে হবে।

Exit mobile version