পার্বত্য নারীদের ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে: পার্বত্য উপদেষ্টা

fec-image

পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, ভালো উদ্যোক্তা হতে গেলে কোন বিদ্যমান পণ্যের ধারণা বা ক্ষেত্রের পরিবর্তন বা নতুনত্ব আনা, এক কথায় আমরা ইনোভেশন বলি। তিনি বলেন, পার্বত্য এলাকার নারীদের স্বাবলম্বি হতে হলে ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে।

আজ শনিবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টার সুপ্রদীপ চাকমা আরো বলেন, উৎপাদিত আইটেমকে অধিকতর উন্নততর ও টেকসই করার লক্ষ্যে নারী উদ্যোক্তারা এগিয়ে আসবেন বলে আমার বিশ্বাস। তিনি বলেন, প্রয়োজনে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পার্বত্য জেলাগুলোর উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সহযোগিতা করা হবে। ভালো কিছুর উদ্যোগ নিলে এর ফলাফল ভালই হয়। তিনি বলেন, তিন জেলায় জায়গা পাওয়া সাপেক্ষে তিনটি বহুতলবিশিষ্ট ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এসব জায়গায় উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থাকবে। উদ্যোক্তারা সেখানে কম্পিউটার অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক ভিলেজ, ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, উদ্যোক্তা মেলা, এথনিক কমিউনিটি ভিলেজ প্লাটফর্ম নামে তাদের উৎপাদিত পণ্য বিপণন করতে পারবেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমি চাই, পার্বত্য জেলাগুলোতে কোয়ালিটি এডুকেশন, লাইভলিহুড ও পরিবেশ সুরক্ষায় হারমোনিয়াসলী ডেভেলপমেন্ট হবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

নারী উদ্যোক্তাদের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টার সহধর্মিণী নন্দিতা চাকমা, চাকমা, ত্রিসিলা, সানজিদা, মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপদেষ্টা, নারী, পার্বত্য
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন